Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, সমুদ্র বন্দর মোংলা, উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর একটি গুরুত্বপূর্ন অংগ। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO)-য় স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক বানিজ্যে টিকে থাকতে WTO-SPS (Sanitary and Phytosanitary Measures) Agreement অনুযায়ী উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা উদ্ভিদ সংগনিরোধ উইং এর জন্য বাধ্যতামূলক । বাংলাদেশের কৃষিকে রক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ উইং আমদানিকৃত উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য, উপকারী জীবাণু এবং প্যাকিং ম্যাটেরিয়াল এর সাথে পরিবাহিত হয়ে যাতে বিদেশী পোকামাকড় ও রোগবালাই দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহন ও ঝুঁকিমুক্ত আমদানি নিশ্চিতকরন এবং  আন্তর্জাতিক বিধি-বিধান অনুসরনপূর্বক বিদেশে উদ্ভিদ ও উদ্ভিদজাত পন্য রপ্তানির মাধ্যমে রপ্তানি কার্যক্রম বৃদ্ধি ও গতিশীল করে আসছে।  মোদ্দাকথা হচ্ছে উদ্ভিদ সংগনিরোধ আইন-২০১১ এর বাস্তবায়নই উদ্ভিদ সংগনিরোধ উইং এর মূল লক্ষ্য।